সাহায্য পৃষ্ঠাঃ

priyobe কি?

priyobe একটি অনলাইন জ্ঞান ভাণ্ডার ভিত্তিক সাইট, যেখানে কেউ যে কেউ যেকোনো সময়ে আসে এবং পুরোপুরি বিনামূল্যে আপডেট করা প্রযুক্তি, শিক্ষাগত প্রশ্ন এবং উত্তর, বিজ্ঞানের প্রশ্ন, চাকরির প্রশ্ন, সাধারণ জ্ঞান সহ বর্তমান বিষয়সম্পর্কিত জ্ঞান এবং অন্যান্য ধরণের তথ্য সহজে পেতে পারেন। এবং ব্যবহারকারীরা বিষয়গুলি পড়ার জন্য সাইটে নিবন্ধন করার প্রয়োজন নেই।

আমি কিভাবে প্রশ্ন করব?

আপনি খুব সহজেই একটি প্রশ্ন করতে পারেন ১. এর জন্যে "প্রশ্ন করুন" লিঙ্ক এ ক্লিক করুন।

২. আপনার প্রশ্নটি এক বাক্যে বক্সের মধ্যে লিখুন।

৩. উপযুক্ত বিভাগ নির্বাচন করুন।

৪. প্রশ্নটি বর্ণনা করা প্রয়োজন হলে বা বিস্তারিত লিখতে চাইলে "এই প্রশ্নটির ব্যাখ্যামূলক তথ্য " বক্সের মধ্যে বিস্তারিত ভাবে লিখুন।

৫. আপনার প্রশ্নটির উত্তর আসলে যদি আপনি ই-মেইল এ জানতে চান তাহলে "এই প্রশ্নটির উত্তর সুলভ হলে কিংবা কেউ মন্তব্য করলে আমাকে এই ই-মেইলে (your mail) জানাও" লেখাটির সামনে টিক চিহ্ন দিন।

৬. এবং "প্রশ্ন জিজ্ঞাসা করুন" বাটন টি ক্লিক করুন।

কিভাবে আমি প্রশ্নের উত্তর দিব?

আপনি যে প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছেন সে প্রশ্নটিতে ক্লিক করুন। তাহলে প্রশ্নটি ওপেন হবে। প্রশ্নটির নিচে সবুজ রঙে "উত্তর দিন" নামে একটি বাটন পাবেন । এই বাটন টি ক্লিক করলেই একটি বক্স খুলবে এখানে আপনার উত্তর লিখবেন। আপনার উত্তরটি লেখা হয়ে গেলে "উত্তর যোগ করুন" নামে বাটন টি ক্লিক করুন।

আপনাকে priyobe এ স্বাগতম, এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি যদি একজন ইসলামি সহ সকল জ্ঞান অন্বেষি হন তাহলে আমাদের প্লাটফর্ম আপনার জন্য। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। জ্ঞানার্জনের অন্যতম বাংলা প্লাটফর্ম হলো priyobe, আমাদের সাথে থাকুন জ্ঞানঅর্জন করুন।

4 Online Users
0 Member 4 Guest
Today Visits : 16605
Yesterday Visits : 8899
Total Visits : 136484

1,731 টি প্রশ্ন

1,321 টি উত্তর

13 টি মন্তব্য

12 জন সদস্য

...